অত্রু ভরা আঁখি,
ছোট্ট বুকে এতো কষ্ট
কেমন করে রাখি?
মা গিয়েছে স্বর্গে আমার
ছোট্ট বয়স কালে,
বৃদ্ধ নারী হুসনেয়ারা
আমায় নাকি পালে।
পিতার নামটি হয়নি শোনা
মাতা মরার আগে,
কেমন পিতা ছিলেন তিনি
জানতে ইচ্ছা জাগে।
পরনারীর প্রেমে মজে
ছিলো নাকি পিতা,
এই কথাটি প্রকাশ করে
পড়শি নারী গীতা।
কোলে থেকে ছুড়ে পড়ি
বৃদ্ধা মরার পরে,
আপন বলতে থাকলোনা কেউ
এই জগতের ঘরে।
কেঁদে যদি রাস্তা ভেজায়
কেউ বলেনা থাম,
চোখের জলে বুকটি ভরি
কেউ দেইনা মা দাম।
ক্ষুধা কষ্টে ফুঁপড়ে জ্বলি
ধোঁয়া নেইতো ধুপে,
পঁচা খাবার মুখে তুলি
ডাসবিনের ওই কুঁপে।
হন্ন হয়ে খুঁজতে থাকি
বতল কিংবা ঠোঙা,
স্বর্গ থেকে দেখছ কি মা
তোমার ছেলের দৃশ্য,
আমি এখন পথশিশু
দেখছে বাংলা বিশ্ব।
==============