নারীর সম্ভ্রম রক্ষা করবে
বলছে দেশ নৈত্রী,
ইভটিজিং এর সাঙ্গ পাঙ্গ
তাহার দল ভর্তি।
শীষ বাঁশির সুর তোলো
দেখলে নারীজাতি,
মানুষ নামের জারজ ওরা
এই কথাটি খাঁটি।
বোরখা হলো নারীর ঢাল
স্রষ্টা তালার দান,
বোরখা পড়লে সাঙ্গ পাঙ্গ
পায়না যৌন প্রাণ।
ঢাল ক্ষত করতে ততপর
এই রাষ্ট্রের হোতা,
নারীর বোরখা নিচ্ছে খুলে
দেখো এসে কুষ্টিয়া।
ভার্সিটির ঐ কলেজ ক্লাসে
বোরখা পরা নিষিদ্ধ,
শিক্ষকগণের উগ্র শাসন
পর্দাশীল হয় দগ্ধ।
পর্দা ছাড়া নারীর সম্ভ্রম
কেমনে বলো টিকবে?
বোরখা পরা নিষিদ্ধ
সংবিধানে লিখবে।
সাঙ্গ পাঙ্গ খুরাক নিবে
রাস্তা-ঘাটে তটে,
রাষ্ট্র নন্দির ইচ্ছাটাই
সেটাই আছে বটে।