জুব্বা টুপি পরলে কি
হুজুর হওয়া যায়?
গাল ভর্তি সাদা দাড়ি
নামায রোজা নাই।
ধর্ম পন্ডিত সাজে আবার
অজ্ঞ লোকের মাঝে
নামায ছাড়া ঈমান আছে
বলে গলা চিরে।
ধর্মভীরু লোকের সাথে
করে শুধু ক্যাওয়াজ,
গাঁ চুলকি ঘাঁ করে
এটাই তাহার রেওয়াজ।
ফরজ ছেঁড়ে সুন্নত মানে
পরনের লুঙ্গী মাথায়,
বছর জুড়ে দেইনা সিজদাহ্
ঈদের দিনে দেখায়।
গরীব-দুঃখির হক খায়
ওদের জিবহা প্রাণ,
কে বলে মানুষ ওদের
ওরা ছদ্মবেশী শয়তান।