তোমার একবিন্দু বিশুদ্ধ
ভালোবাসা পেলে,
আমার হৃদয়ের আকাশে
বিস্তৃর্ণ কুটকুটে অন্ধকার
আবির অলৌকিভাবে
জ্যোৎস্নার আলোয় পরিনত হ'ত।
তোমার একবিন্দু বিশুদ্ধ
ভালোবাসা পেলে,
সারদীয় নিশকল আকাশে
ছেঁড়া-ছেঁড়া সাদা মেঘের বুকে
ভালোবাসার স্বপ্ননিশান
উড়াতাম আপন চিত্তে।
তোমার একবিন্দু বিশুদ্ধ
ভালোবাসা পেলে,
সন্যাস ব্রতচারী ও চাইবে
সংসার নামক রাষ্ট্রের একও
নিষ্ঠাবান স্বাধীণচেতা
নাগরিক হয়ে বাঁচতে।
তোমার একবিন্দু বিশুদ্ধ
ভালোবাসা পেলে,
বেকার যুবকের বেকারত্ব দূরহ'ত
প্রেমের রোমান্টিক কবিতা
রচনা করিতে করিতে।
তোমার একবিন্দু বিশুদ্ধ
ভালোবাসা পেলে,
ভাঙা হৃদয়ের জরাজীর্ণ
হা হা কার ভূমি খনিকেই
পরি পূর্ণ হ'ত সবুজের বিস্তৃর্ণ
মুলায়েম ফসলের মাঠে।
তোমার একবিন্দু বিশুদ্ধ
ভালোবাসা পেলে,
হাজার যুবকের হৃদয় কষ্টিপাথরের
আঁচে সেরা স্বর্ণে কুন্ডলী হ'ত।
শুধু তোমার একবিন্দু বিশুদ্ধ
ভালোবাসা চাই,
যে ভালোবাসার মধ্যমনিতে
কোন ছলনার আশ্রয় নেই।
জুগোল হৃদয়ে করিবে
একটি আত্মার বসতি।
তোমার থেকে সেই একবিন্দু
বিশুদ্ধ ভালোবাসা চাই।
শুধু একবিন্দু বিশুদ্ধ ভালোবাসা।