আত্মার বাণী
মোহাঃ নওশাদ আলম
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;::::;;;;;;;;;;
দিব্বি কেটে এলিরে মোন
এইনা অচীন পুরে,
অচীন পুরের প্রেমে মোজে
দিব্বি গেলি ভূলে?
তুইযে হলি সৃষ্টির সৃষ্ট
আশরাফুল মাকলুকাত,
ভবের প্রেমে মোজে কেন
স্রষ্টাক দিস অাঘাত?
স্রষ্টার পাওনা গুলোরে তুই
করিসনাতো শোধ,
খোঁলস পরা মানুষরে তুই
পঁচা নীতিবোধ।
পঁচা গন্ধে আমি আত্মা
অসহ্য যন্ত্রনায়,
তোর আঁড়ালে কাঁদি আমি
হয়ে যে নিরুপায়।
জাগ্রিত ঘুম কর'না ভঙ্গ
তোর অন্তঘরে,
কি জবাব করবিরে বল
পরোপারে গেলে?
তোর মাঝে দিবা-নিদ্রা
আমি অসহায়,
তোর কর্মফল আগুন
জলবে আমার গাই।