জালিমের জুলুম সহ্য করার
নেই সেইদিন আর,
ধুলোর বুকে লুটিয়ে দাও
জালিমের অত্যচার।
কালো হাত গুড়িয়ে দাও
নীতির সুঠাম দৃঢ় হস্তদ্বয়,
জালিম নিপাতে জাগ্রিত হও
কিসের আজ ভয়?
স্বৈরাচারী তন্ত্র মন্ত্রের ফুঁকে
প্রভুর পিয়সীরা না কাঁপে,
জালিমের আদ্রর্তা থেকে
প্রভুচর্চা করে নদের বাঁকে।
ঘাত-প্রতিঘাত লৌহঝঞ্ঝা
গর্জিয়ে ওঠো সিংহ কর্কশ,
লোহার কপাট মমের করো
আত্মায় রাখো প্রভুজোষ।
ঐক্য করো হাজারও নদের
প্রভুর পিয়সীর সংঘ ঝাঁকে,
জালিমের কন্ঠরুদ্র করো
বাংলা নামের ভূ-ত্বকে।
রক্ত মাংসের দুশমণ নুয়াতে
কিসে আজ লাগে ভয়,
জালিম আকাশে কখনো
হবেনা কলঙ্কমুক্ত সূর্য উদয়।
আত্মশক্তিতে দৃঢ়তা রাখো
বাঁকের সংঘে উঠবে প্রভাত,
চৌদ্দ চারের স্তম্ভ ধসিলে
জালিম হবে চির নিপাত।