শ্রদ্ধা দিয়ে হয়কি লাভ
ইটপাথর মিনারে,
পারলে একটু দোয়া কর
তাঁদের রুহ্ তরে।
শ্রদ্ধাঞ্জলী ফুলের তোঁড়া
পায়না তারা ঘ্রাণ,
তবুও কেনো এমন রীতি
চলে আবহমান?
নগ্নপায়ে আমিও তাঁদের
শ্রদ্ধাভক্তি শুপি,
সঠিক কথা বলছি বলে
নই তাঁর বিরোধী।
শ্রদ্ধা,দোয়ার,অংক কষে৯
দেখলাম আমি ভবে,
দোয়ার গুনে জান্নাত মেলে
শ্রদ্ধা দিয়ে কি হবে?
সারা রাষ্ট্রের মানবগণে
করত যদি দোয়া,
শহীদ আত্মার গ্লাণী মুছে
আসা হত পুরা।
তারা রাষ্ট্রের গর্বের সন্তান
করি মোরা গর্ব,
তাঁদের জন্য দোয়া করবো
মেনে আপন ধর্ম।
বুলি পেলাম দেশ পেলাম
তাঁদের আত্মত্যাগে,
তাদের জন্য শ্রদ্ধার সাথে
দোয়া করবো আগে।