সত্যবলা নেশা আমার
তাইতো অপরাধী,
মিথ্যাবাদী লোকের চোখে
আমি বিষের কালি।
আমায় নিয়ে মিথ্যুকেরা
নৃত্য ব্যস্ত দিন,
ষড়যন্ত্রের জ্বাল ফেিলবে
হলে রাত গহীন।
তাঁদের জ্বাল তুচ্ছ ভাবী
থাকলে পাশে স্রষ্টা,
সত্যের নেশা গ্রাস করেছে
আমার প্রিয় আত্মা।
আমায় দেখলে মিথ্যাবাদীর
মুখ হয়ে যায় চুপ,
আড়াঁলে গিয়ে মিথ্যা নিয়ে
বড়ত্ব দেখায় খুব।
সত্যের স্বর্ণ লুঁকায় ওরা
মিথ্যার ছাঁই দিয়ে,
চূনের কৌটায় কেন ওরা
রাখে স্বাদের ঘিয়ে?
চূনের ঘ্রাণ ঘিয়ের সাথে
হয়কি কভুমিল?
হাজার উক্তি ওদের মাথায়
করে কিলবিল।
বাহুর ব'লে রাষ্ট্র চালায়
নিজকে ভাবে রাজা,
সত্যের অট্রোলিকা কুঁপে
ওরাই অধম প্রজা।
সত্যের স্বাদ গেছে ভুলে
ওদের প্রিয় মোন,
মিথ্যার অাবাদ করছে ওরা
তাইতো সারাক্ষণ।
বার আওলিয়ার বুকের স্বপ্ন
দিচ্ছে চির ভেস্তে,
সত্যবাদীর বড়ই অভাব
এই নগরী বিশ্বে।
আমি অধম সত্যাচারী
কাজকর্মে পেশায়,
মিথ্যা সবাই পরিহার করে
আকৃষ্ট হও সত্যের নেশায়।