সোনার রাষ্ট্রে সোনা খুঁজে
অন্ধ হলো চোখ,
দুর্নীতি আজ সোনার রাষ্ট্র
করে ফেলেছে ভোগ।
সরকারি সব কার্যক্রমে
মোটা টাকার চাষ,
টাকা ছাড়া হয়না কাজ
হাটলে বারো মাস।
পায়ের জুতা ক্ষয়ে যায়
কাজের নেই নাম,
রক্ত চুষে খায় মানুষের
তবু ওদের সুনাম।
ছোট থেকে বড় পদের
সবই যেন রাক্ষুস,
কার্যক্রমের সজমিনে
প্রমাণ পাবে চাক্ষুস।
সোনার বৃক্ষে কবে বলো
আসবে সোনার মুকুল,
দুর্নীতিকে ধ্বংস করবে
ফুটবে তাকওয়া ফুল।
নইলে সোনার বৃক্ষটাও
ঘুষ হবে একদিন,
তখন আর স্বাধীণ নয়
হতে হবে পরাধীন।