বাংলা মা তোর দুগ্ধ খেয়ে
আমার জীবন বাঁচে,
তোরই দুগ্ধ মিশে আছে
আমার রক্তের মাঝে।
মনের ভাবপ্রকাশ করি
বাংলা মা তোর ঘ্রাণে,
তুইযে আমার মাতৃভাষা
সারা জগৎ বিশ্ব জানে।
তোকে ছিনিয়ে আনতে
গিয়ে রক্ত দিলো যারা,
মরে গিয়েও হাজার বছর
জীবিত আজও তারা।
তাদের স্মৃতির কুলখানী
স্মরণ করি মা মোরা,
তাদের স্মৃতি লালন করে
পিচ ঢালা পথ শিরা।
তেমন সন্তান তোরই দুগ্ধ
পান করে মা আজও,
দেহের রক্ত বিলিয়ে দিবে
সেদিন তুমি চিনো।।
বাংলা'মা তুই থাকিস ঠোঁটে
আমার সারা জনম,
তোরই দুগ্ধ পান করে মা
হয় যেন গো মরন।