_____________________
ফুলের দেশ ফলের দেশ
আমার দেশ বাংলাদেশ,
সোনার দেশ মাঠের দেশ
স্বাধীন দেশ বাংলােদশ।
বীরের দেশ মায়ের দেশ
গানের দেশ বাংলােদশ,
নদের দেশ ঝিলের দেশ
সুরের দেশ বাংলােদশ।
পীরের দেশ বনের দেশ
পাখির দেশ বাংলােদশ,
ধানের দেশ মাছের দেশ
কবি'র দেশ বাংলাদেশ।
রুপের দেশ প্রেমের দেশ
ঋতুর দেশ বাংলােদশ,
সরল মনা জনের দেশ
নজরু লের বাংলােদশ।
বাংলােদশ বাংলােদশ।।