চায়ের দোকান
-নওশাদ আলম
_____________________
সঞ্জনা তুমি যেওনা ওদিকে
রুপ প্রদর্শন করে,
চ্যাংড়া যুবক রয়েছেওখানে
চোখের পর্দা খুলে।
তোমায় দেখে লালা ওদের
ঝরবে অনার গল,
অশ্লীনতার শীষ বাজাবে
হাতে তুড়ির ঢল।
চোখেমুখে উতলে পড়বে
হিংস্র কামনা,
আস্তাকুঁড়ে ছেলের নাকি
ওটাই ঠিকানা।
যাবার যদি হয় প্রযোজন
পর্দা করো ঢাল,
মায়ের সম্মান দিবে ওরা
বলবে নাতো মাল।
পর্দা ছাড়া নারীরা যেনো
অস্ত্রহীন সৈনিক,
যুদ্ধের দামামাহ্ রনক্ষেত্রে
পরাজিত দৈনিক।
সম্ভ্রম হলো নারীর ভূষন
জেনে রেখ সঞ্জনা,
একবার সম্ভ্রম ধঁসে গেলে
ফুরাবেনা গঞ্জনা।