শিক্ষাব্যাবস্থায় ঘূণ
-মোহাঃ নওশাদ আলম
----------------------
বাংলাদেশে শিক্ষা বৃক্ষে
ঘূণ ধঁরেছে ওহে ভাই,
সৃজন ভূতের পিঠেএখন
খোঁজে সবে জ্ঞানের ছাঁই।
চারিদিক ভোরে উঠিছে
কোসিং ব্যাঙের ছাতা,
কোসিং ছাড়া নেইতো
গতি নষ্ট করে ওরা মাথা।
রাত-দিন পড়েও শিশুর
হয়না মাথার জ্ঞান ওপেন্ট,
পরিক্ষা শেষে দেখি আবার
বিত্তি পেলো ট্যালেন্ট।
ছাত্রের মুখে প্রশ্ন জবাব
মুখুস্ত শুনতে চাও একটা,
সৃজন আতর মাখিয়েছে
প্রস্থ্যকের সমস্ত দেশটা।
আমরা কভু ভর করিনাই
কোন সৃজন ভূতের পিঠে,
অল্প বইয়ে জ্ঞান পেয়েছি
যুক্তছিলো আরো নোটে।
ওদের পিঠে দেখি এখন
বই প্রস্থের মস্ত পাহাড়,
সারাক্ষণ কোসিং করেই
ভোলে করতে আহার।
কখন ওরা নিবে বলো
দম ছেড়ে প্রকৃতির শ্বাস,
সারাক্ষণ যথেষ্ট ব্যাস্ত
করতে রেজাল্ট বিকাশ।
এমন চললে বাংলাদেশ
অচিরে হবে জ্ঞান শুন্য,
শিক্ষার হার বাড়াতে গিয়ে
জাতির মেরুদন্ড হবে ক্ষুন্ন।