স্বপ্নের রাত্রি (নওশাদ আলম)

তোমাকে নিয়ে হারিয়ে যাব আজ স্বপ্নের জগতে!
যেখানে কোন জনস্রোতের অবগাহন নিরুদ্রেশ,
নেই বড়ত্বের শাসন বারনের অগ্রগামী  কশিদম।
ভয়ভীতি ভূমি খাঁখাঁ মরু,দুটি প্রাণে সঞ্চারিত,
একটি আত্মার রোমান্টিক কথোপ কথনের মহু।
ক্রমশে রাতের সামিয়ানা গ্রাস করবে সবুজে চাদর।
বাঁকা তলোয়ার চাঁদ আলোর বর্ষা জোঁয়ার সৃষ্টি করে
সবুজ-শ্যামল অভয় অরন্য চাদর পৃষ্ঠ রাঙা দেশে।
মৃত সবুজের চাদরের মাঝে-জুঁই চামেলী হাসনাহেনা
ফুলের তর্তাজা ঘ্রাণ মাখাবে হিমেল বাতাসের  দেহে।
আমি একমুঠো ঘ্রাণ ঋণ করিবো তোমার তৃক্ষ্ম  নাসা
রন্ধ উৎফুল্ল করিবার জন্য,তখনতুমি ঘ্রাণের যৌবণে
বিভর হয়ে,মৌমাছির মত আনচান-আনচান করবে।
আমি তখন দীর্ঘ সময় নিয়ে তোমাকে প্রাণভরে দেখব-
তোমাকে দেখতে দেখতে ঘুমিয়ে গেলে চাপা স্বরে
আমায় জাগিয়ে দিও,তখন আর তোমাকে দেখবোনা,
  প্রমিজ!
তখন তোমার কোলে মাথারেখে আকাশের তারা
গুনবো আর তুমি মাঝে-মাঝে আলতো করে আমার
মাথায় হাত বুলিয়ে দিবে,আমি তোমার সোহাগে সিক্ত।
আমাদের গভির ভালবাসা দেখে একফালী আস্তাকুঁড়ে  
মেঘ হিংসা করে চাঁদের আলোকে বাঁধা সৃষ্টি করবে।
তখন আধাঁরের মঞ্চে জোনাকের  পিদিম মিউজিক
ঝিঝি পোকার ভইলেন্ট মিষ্টি সুর ছন্দের ঢেউ তুলবে।
সে  মঞ্চে তোমার  স্ব-রচিত কবিতা আবৃতি শুনবো ।

মাঝে-মাঝে নিস্তব্ধ সবুজের মৃত চাদর থেকে ভেসে
আসবে রাতচরা বন্যপ্রাণীর আত্ব কুচ-ক্যাওয়াজ।
আমি ভয়ে জু-জু হয়ে লুকিয়ে পড়বো তোমার বুকের
মাঝে, কী জায়গা দিবেতো???