স্বর্গক্ষণি মাথার মুকুট "মা" জননী সবার
সেই "মা" কেনো বিদ্ধাশ্রমে ভাবোরে মন আবার।
মায়ের ভ্রুণে ছিল খোঁকা হয় নাই কভু ভারী,
প্রসব জাতনায় কাতরায় মা দেহরক্তের নদী।
বুকের দুগ্ধে পেট ফরিয়ে সন্তান করে লালন,
সে সন্তানের বুকের মাঝে লুকানো মার জীবন।
অসুখবিসুখ হলে খোকার মায়ের ঘুম হয় হারাম,
স্রষ্টার কাছে সেফা চেয়ে মা করে শুধু প্রণাম।
মায়ের হাতে ছাড়া খোঁকা খেতনা কভূ ভাত,
ঠোট ফুলিয়ে কাঁদতো খোকা দেখলে কালো রাত।
সেই মা আজ বিদ্ধাশ্রমে চোখে অশ্রুর কাটা,
হৃদয়টা মার মায়ায় ভরা কপালটা মা'র ফাঁটা।
কোটি টাকার বড় ফ্লাটে হলোনা মার ঠাঁই,
"মা" নাকি ফলের খোসা ছুড়ে ফেেলছে তাই।
বিদ্ধাশ্রমের ইটগুলো সব জলোজ্যান্ত স্বাক্ষী,
মায়ের করুন চিত্রগুলোর স্বাক্ষী আরও পক্ষি।
ঘুমের মাঝে খোকার মুখটা উঠে যখন ভেসে,
ছটফট করে জেগে উঠে কাঁদে মা মাথা ঠুকে।
মাঝে-মাঝে থেমে যায় কত মায়ের দীর্ঘ দম,
হাজার মায়ের অাভাস ভূমি এখন বিদ্ধাশ্রম,