ক্ষ্মীণ আমি
(নওশাদ আলম)
-----------------------
ক্ষীণ আমি লেখকদের এই অনলাইনের বিশ্বে
লেখতে গেলে কলম ভাঙ্গি
কাঁদি মনের দুঃখে।
তবুও লেখার চেষ্টা করি
অনেক যত্ন দিয়ে,
প্রবীণ কবির দিক্ষা নিতে
লিখি অনলাইনে।
বানান শব্দের গাঁথুনীতে হয়না লেখা মনোরম,
মনের খোরাক পূর্ণ করতে
লিখি তবু হরদম।
লিখতে গিয়ে হারিয়েফেলি
শব্দ টুকরার উপাদান,
কেমন করে জাগিয়ে তুলব
কাব্যশৈলীর মহা প্রাণ।
নগর গগন খুঁজেও তবু পায়না যোগ্য উপমা,
রস ছাড়া কাব্য যেন খাঁ খাঁ মরুর ঠিকানা।