গিন্নি ও কর্তার সংসার।।
      -নওশাদ আলম
---------------------
গিন্নি ও কর্তা দুজন যেন
দুই রাষ্ট্রের সৈনিক,
সংসার নিয়ে ঝগড়া বিবাদ
করে ওরা দৈনিক।

ঘরের গিন্নি ঘর সামলায়
কর্তা সামলায় মাঠ,
কর্তা খেটে মরলো মাঠে
করছে হাস ফাস।

গিন্নি বলে মরলাম খেটে
তোমার ঘরে এসে,
খুঁজে দেখ এমন চাকরানী
পাবেনা আর দেশে।

কর্তা বলে তোমার চেয়েও
পরিশ্রম মোর বেশি,
লাঙ্গল জোয়াল বোয়ে বোয়ে
ক্ষয় করেছি পেশি।

গিন্নি এবার কর্তার সাথে
কাজ করিলো বদল,
কর্তা মশাই ঘর সামলায়
গিন্নি ধরবে লাঙ্গল।

লাঙ্গল চালতে গিয়ে গিন্নি
ক্লান্ত হয়ে উঠে,
লাঙ্গল জোয়াল লয়ে গরু
ফসল খেতে ছোটে।

কর্তা মশাই রান্না ঘরের
ধোঁয়ায় পেট ভরে,
কাশির চোটে চোখমুখে
লালা অত্রুু ঝরে।

সন্ধ্যা নেমে এলো তবু ও
গিন্নির নেই খোঁজ,
কর্তামশাই এরও আগে
ফিরে আসে রোজ।

গরু লাঙ্গল লয়ে গিন্নি
ফিরে এলো বাড়ি,
কর্তার কাজ অনেক কঠিন
বুঝে গেছি আমি।

তোমার কাজও অনেক কঠিন
বুঝতে নেই বাকি,
তোমার কাজ করতে গিয়ে
উঠেছে মোর কাশি।

তোমার কাজ তুমি করো
কোন কাজ নয় সস্তা,
গিন্নির কাজ গিন্নি মানায়
মাঠের কাজ কর্তা।