বন্ধু শব্দ অতি ছোট যেনে রেখ বিশ্ব ভাই,
সু বন্ধুই স্বর্গ আনে কু -বন্ধুই পুড়া ছাঁই।
বন্ধুর সাথে চলাফেরা বন্ধুর সাথে ম্যাচে,
বন্ধুর সাথে সাঁতার কাটে এক নদির পেটে।
বন্ধুর সাথে লেখা পড়া বন্ধুর সাথে রাত,
বন্ধুর সাথে পার করে হাজারও প্রভাত।
বন্ধুর সাথে নেইতো কোন রক্তের সূতা,
বন্ধুর মাঝে বিদ্যমান আদম জাতের মুতা।
নেই যেখানে বন্ধুর বন্ধন আছে শুধু হতাশা,
কু বন্ধুর পাল্লাই পড়লে জীবন হবে নিরাশা।
মাথা ভরা মস্তিস্ক সব বন্ধুর মাঝে বিদ্যমান,
কেহ ব্যস্ত স্বর্গ খুঁজতে কেহ ব্যাস্ত মদ পান।
বন্ধু চিনতে কেহ যেন ভূল করোনা ভাই,
সু বন্ধুই স্বর্গ আনে কু বন্ধুই আনে ছাঁই।
বন্ধুর মাঝে খুঁজে নিও স্বর্ণ আর নরক,
তেপান্তরের দেশ পেরুলেওকরবে পরক।