কোরানের পাখি
------------------
দোয়া করি অফুরান
হে কোরানের পাখি,
তোমার আসন হোক
আরও উঁচুতে
এই দোয়া রাখি।

তোমার কন্ঠে সদা প্রস্ফুটিত
হোক কোরানের বাণী,
তোমার সম্মান বৃদ্ধি করুক
আরও ঐ অন্তরজামী।

কোরানের সুরে বিশ্ব কাঁপাও
সাইক্লোন টর্নেডো হয়ে,
সারা বিশ্ব বেইমান হলেও
তোমার উপর রয়েছে
স্রষ্টার রহমত নুয়ে।

তোমার তেজিয়ান কন্ঠে
ফুটে উঠুক বাতিলের
বিরোদ্ধে বিদ্রোহী গান,
মানুষকে নই ভয়,
ভয় কর তাকে,যে সৃষ্টি করে
ঐ নিল আসমান।

ভয় নেই বাতিলের হিংস্র
দাঁত নিকছানো দৃশ্যে,
কোরানের বিরোদ্ধে গাদ্দারী করে
টিকে থাকতে পারিনি কেহ্ এই বিশ্বে।