পদার্পণ (নওশাদ আলম)
_____________________
পুরানো গ্লানী ক্ষয় করে আজ নতুনে পদার্পণ,
বিশ্ব মাঠে ঢেউ তুলেছে সতেরো সনের যৌবণ।
নতুন বছরে নতুন সকালে
দোয়া রাখি একডালী,
সুখি সমৃদ্ধি জীবন হোক সবার
দুঃখ কোটা থাক খালি।
মানবতার আত্ম সেবায়
প্রসস্থ করিবো হাত,
সবার মাঝে জাগ্রত হোক
নব নিয়াতের প্রভাত।
সৌহার্দ সম্পৃক্ততা বন্ধন যেন
রাখে সবার অটুট,
সবার মাঝে ভালবাসার সৌহার্দ্য গোলাপটি ফুটুক।