জীবন সূর্য আজ অস্তমৃত
গোধূলি সীমার বুকে,
মুমূর্ষ গোধূলি আত্মা মুলাকাত রত
সূর্য মরে ধুঁকে।
অন্তিম দ্বারে পৌছিয়েছে
জীবন মূলের শিকঁড়,
অন্তিম ঘ্রাণে মগ্ন নাসারন্ধ
আত্মা গোধূলির ফোঁকড়।
দূরবিসহ স্মৃতির হাতড় খাচ্ছে কুরে জ্যান্ত নয়ন
গোধূলির বিষে সূূর্য কাতর যুবা নয়ন নও মৃত্যু ধকল।
শ্রবণদ্রীয়ো আজ বিকলঙ্গ
খোলা তবু ও কর্নদ্বোর,
জীবন সূর্য নিভে গেলে ঘুচাবে কে বলো আধাঁর ঘোর?
বেউলী মেরে ঘুরছে ফিরছে
হুকুম দাষের গোলাম,
ভয়ের চোটে সূর্য কাপে
নেইনা প্রভু অন্তিম প্রনাম।
যুবা প্রনামে ভক্ত প্রভু বাহুবলে কাঁপায় রাজ্য,
ডাঙা ডবোর সব একঘাট
করে নিমেষে ঐ তুর্জ।
অন্তিম দ্বারে পৌছিয়েছে
জীবন সূর্যের মুকুট,
চাইলে আর ফিরবে নাতো
ডাকো যদিও দু'যুগ।