দুর্নীতির আজ বাজার গরম
সু-নীতির রসাতল,
নুংড়া পাত্রে স্বাধের মধু
পরিস্কার পাত্রে মল।
দুর্নীতির ঐ পাখায় উঁড়ে
কিনছে গাড়ি-বাড়ি,
বিবেক কে সব মারছে পিটে
ইহা দুর্নীতির হাতুড়ি।
দুর্নীতির এই রাজ্যে ওরা
সেঞ্চুরীতে ব্যাস্ত,
বিবেক ক্ষতে কাঁদেনা ওরা
মানুষ নামের দৈত্য।
দূর্নীতির ঐ পিিচ্ছল পথে
সদাই তাঁদের বাস,
হারাম নামের কালো পর্দায়
করেছে ওদের গ্রাস।
ইউনিয়ন থেকে হাই অফিস
দুর্নীতিতে ডুবে,
সামান্য কাজ করতে গেলে
পকেট দেখে শুকে।
টাকা ছাড়া একটি কাজও
হয়না ওদের হাতে,
মানুষ নামের পশু ওরা
জানিনা কোন জাতের।
জুতো মেরে গরু দিলেও
আড়ালে বাড়ায় হাত,
অন্ধ্যাকারে ছেঁয়ে নিয়েছে
পরো পারের প্রভাত।
অর্থ পুটলিত সিন্দুঁক ভরে
মুখে নিয়ে হাসি।
নৃত্যদিনই ওদের মুখে ফোঁটে
দেশকে ভালবাসি।
দূর্নীতির এই কড়াল ছোঁবল
আহত করছে রাষ্ট্র,
গুমড়ে কাঁদে অদৃশ্য নয়ন
কেহ্ দেখেনা কষ্ট।
দূর্নীতিহীন রাষ্ট্র চাই
চাইনা যানতে একুশ কিংবা একচল্লিশ,
দূর্নীতিহীন রাষ্ট্র পেলে করবো নেতাক কূর্ণিশ।