লালটিকুলী (নওশাদ আলম)
-----------------------
সবুজের মাঝে জ্বল জ্বল করে লাল টিকুলী,
চন্দ্র সূর্য গ্রহ তারা নই লাল টিকুলীর চিবুনী।
আলোকিত করেছে ধরিত্রী সূর্য সন্তান,
আমরন শহীদানের প্রতিজানাই বিনম্র প্রণাম।
লালের আবরনে লুুকিয়ে রয়েছে বৌনের সম্ভ্রম,
সন্তান হারা মায়ের নেত্রবারী ঝরেছে বেদম।
লালকে গাঁঢ় করেছে ভাইয়েরা বুকের রক্তঢেলে,
নদের বুকে হাড় মস্তক পাই আজও জাল ফেলে জেলে।
টিকুলীর গর্ভে লুকিয়ে রয়েছে স্বাধিন তরী নিশান,
সেই টিকুলী কিনিতে বাঙালী উৎসর্গ করিলো লক্ষ প্রাণ।
সবুজ ফসল ফলে মাঠে টিকুলীর উর্বর খেয়ে,
শহীদ নজর বাংলার উন্নয়ন সদা দেখেন চেয়ে।
লালটিকুলী আজ আমার স্বাধিন তরী মা,
লাল-সবুজের মাঝে দেখি আমি বিশ্ব ঠিকানা।২০/১২/০১৬