রোগ ধরেছে মানবতায়
তাইত বিবেক চুপ,
ক্ষত বিবেক সারাতে হলে
জ্বালতে হবে তাওহীদেরই ধুপ।
সঠিক দিশা পাবে সবে সেই দিশারই ঘ্রাণে,
মসুলমানের রক্ত নিয়ে কেমনে হলি খ্যালে?
পশুর মত চালাচ্ছে ওরা মানুষের গলে ছুরি,
মসুলমানরে করিবে শুন্য
বার্মা ধরার তরি।
পশুর ন্যায়ে মানুষের লাশ
দেখবো আর কত,
চোখের দৃষ্টি লোপ পেয়ে যায়
দেখলে তাঁদের ক্ষত।
রক্ত ছোটে ফিলকি দিয়ে
দেহ্ থেকে দূরে,
ধুলো বালি ডুবছে দেখ
রক্ত নামের ফুলে।
মুসলিম রক্তের নেইত মুল্য
নরপুদের কাছে,
মুসলিম রক্ত খেয়ে বুঝি
ওদের জীবন বাঁচে।
তারাও মানুষ তাঁদের উপর
কেন এত নির্যাতন?
হাদিস কোরান মানে বলে
তাঁদের উপর এই ধকল?
ত্রান সামগ্রী পায়না এরা
মুসলিম বলে অপরাধ,
মস্তক কেটে করছে হত্যা
কেহ করেনা প্রতিবাদ।