চারিদিকে লাশের আড়ৎ
নেই কেহ্ তার ক্রেতা,
এমন দৃশ্য দেখেও কেন
দ্যাখোনা তুমি স্রষ্টা?
লাশের আড়ৎ বসছে রোজই
বার্মা রাষ্ট্রের বুকে,
সাহার্য্যের হাত বাড়াই না কেহ্
তাঁদের মহা দুখে।
লাশের গন্ধে বাতাস পঙ্গু
সুস্থ্য ্বিবেক আজ ক্ষত,
রক্তদিয়ে করছে উল্লাস
তাঁদের আপন মতো।
পোড়া ধোঁয়ায় করছে গ্রাস
দেখেও দেখেনা তাঁরা,
বিশ্বে যারা ঘন্টি বাজায়
নিরব কেন তাঁরা?
অবিচারে করছে হত্যা
বাঁধা দেওয়ার নেই কেহ,
মুসলিম লাশে দিচ্ছে আগুন
পুড়ছে হাজার দেহ।
শেয়াল কুকুরে খাচ্ছে লাশ
কে দ্যাখে তার দৃশ্য,
নিরব ভূমিকা পালন করছে
আজকে সারা বিশ্ব।
আজকে বার্মা কালকে
আফগান হবে পালাক্রমে,
পরশু দেখবে নিজের ঘরের
সূর্যটাও পড়ে রয়েছে দোরে।
যতদিন ঘরে ঘরে হবেনা ঐক্যবদ্ধ,
ততদিন বিশ্ব মাঠের চতুরকোনে মুসলিমরা হবে অগ্নিদগ্ধ।
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;