----------------------------------
কোন ধরিত্রিত করছি বাস,
মানুষ পুড়িয়ে বাড়ায় ত্রাস।
মানবদেহ্ লাড়কি খড়ি,
মনুষ্যেত্বের আজ ঘড়াডুবি।
আহাজারি আত্বচিৎকার,
নিরাশ হয়ে ফেরে সবদ্বার।
আঁকাশ বাতাস করছে ভারি,
চিৎকারে ভরে আত্মা সারি।
ওদের হৃদয় দিল বিকলঙ্গ,
নেইনা ওরা নীতিঘ্রাণে শ্বাস,
পোড়া গন্ধে নাসারন্ধ করেছে
আভাস।
দেহের রক্ত করেছে প্যাট্টুল,
মানুষকে আজ ভাবিছে পুতুল।
ক্ষমতার মোহে সবই পারে,
মানুষকে তাই কাবাব করে।
গুম হত্যার আড়ৎ বসাই,
তাঁদের ঠাঁই নেতার বাসাই।
হুংকারেতে রাজ্য কাঁপায়,
পরের ব'লে নিজকে দেখায়।
মায়া মমতার দিয়েছে কবর,
মানুষতো রই পশুর গবর।
হুক্কা হুয়াই আর কতদিন,
বাহুর ক্ষমতা সবেদুদিন।
একটু শুধু কর অপরোক্ষ,
হাত ইশারাই ডাকছে নরক।
মানুষ হয়ে মানুষ হত্যা,
পুন্নদিয়ে ক্রয় পাপের বস্তা।
নিজের গুনে নিজকে ঠকাই,
ত্রাসের রাজত্বের জানাই বিদায়।