সুখের সন্ধানে ব্যাস্ত মানুষ,
দুঃখের সন্ধানে শুন্য
তবু কেন দুঃখের লাইন সুখের মত পূর্ণ?
করিনা দুখরে লালন তবু
অন্তদ্বয় ভরে করি ঘৃণা,
আপন ভেবে সে কেন মোরে খাওয়ায় খানা পিনা।
ব্যস্ত প্রহর পার করেছি
নৃত্য তাহার তরে,
সুখ পাখিকে ধরতে সবে
মরিয়া বিশ্ব ঘরে।
তবু কেন দুঃখের তরী হলনা
আজও শুন্য,
বিবেক তবু কেঁদে মরে
মনুষ্যত্বের দেহ্ চূর্ণবিচূর্ণ ।
দৃষ্টি দোয়ার গ্রাস করেছে
অর্থের পক্ত পর্দায়,
সুখ দুঃখের শীতল, গরম
কার ঘাড়ে কখন বর্তায়?
হারাম হালাল পুষ্প ঘ্রাণে,
মাতেনা তাঁরা কভু
সুখের সন্ধানে জীবন পারাবে
ঐনা ঘুড়ির প্রভু।
সুখের সন্ধানে ছুটছি মোর
হয়ে তব অজ্ঞ,
হাওয়ার বেলুন উড়ে গেলে
হবে তখন সজ্ঞ।