_____________________
লালনে শ্রম দিয়ে
হয়েছিলাম ক্লান্ত,
নয়া লালন দেখে আজ
মোন হলো জ্যান্ত।
ভাঙা হৃদয়ে উদিত
হলো নব প্রভাকর,
ভালবাসার নিবিড়
বন্ধনের হলো আজ জয়।
শত ব্যাস্ততার মাঝে
এসেছি ফিরে লালনের ঘরে
সবার আসন অক্ষুত্ব রয়েছে
আমার বুকের জমিনে।
লালন যেন আমাকে রেখেছে ছাঁয়া দিয়ে ঘিরে,
সবার ভালবাসা নিতে,
লালনে আবার আসিলাম
ফিরে।
লালনের প্রেমে মোজে
গাঁইবো গান,
নব উথ্থানে বিচরন করবো সবাই হবো এক প্রাণ।
নাহি যেন থাকে মোদের
মাঝে অহমিকার কাঁদা ছুড়া
ছুড়ি,
তবেই হবে লালন সেরা,
থাকবেনা কোন জুড়ি।