মুসলিম নামক ময়ূর প্রাণীর,
সোনার পালক ক্রমশে যাচ্ছে ঝরে,
তবু ময়ূর উঠেনা জেগে,
পালক ফিরে পাবার তরে।
পালকহীন ময়ূর যেন,
আস্তাকুঁড়ে কাক,
এক ময়ূরের সমান যেন,
হাজার কাকের ঝাঁক।
অক্ষুত্ব অমরিচায় তবু,
সোনায় মুড়া পালক,
যতক্ষণ থাকতো দেহে,
আলোয় মারতো ঝলক।
বিশ্ব দরবার প্রাণী জঙ্গলে,
ময়ূরের ইতিহাস ব্যাপক বিস্তৃত,
কর্মফলে ডানা ভেঙ্গে,
জনরাজ্যে হচ্ছে এরা বিকৃত।
হামা গুড়িত চলছে তব,
খোঁজেনা ব্যাথা মুল,
দ্বার ঘাঁটিতে ঘাঁটিতে জনম অন্ধ,
কবে ফুটবে মরা বৃক্ষে ফুল?্
ময়ূর মশাই আশ্রয় আবেদন
শেয়াল পন্ডিতের দ্বারে,
মেঘ না চাইতে বৃষ্টি পেলাম
বলে মনে মনে।
জিহবা রসে তৃষণা মেটেনা
মোনটা করে চুঁক-চুক,
ময়ূরের মাংসে দাঁত খিচাব
অমনি ধঁরবো ঘাঁড় বুক।
নিজের চরম বড়ত্ত্বে ফলে,
আজকে ময়ূরের দশা,
সোনার পালক ঝরে গিয়ে,
হলে কোন ঠাসা।
সোনার পালক লয়ে সবে,
করছে টাটা টানি,
ময়ূরের প্রাণ শেয়ালের তরে,
হলো আজকে হানি।