আজকে মোদের ছুটিরদিন,
বড়ই খুশি লাগে,
সূর্যরবি উঠছে হেসে,
অন্যদিনের চেয়ে।
আকাশ বাতাস এ ধরিত্রী,
লাগছে মনের মত,
ইচ্ছামত খেলবো ফিরবো,
হবনা তবু ক্লান্ত।
পাখির মত উড়ে যাব,
নিল মেঘের ওপারে,
চাঁদের বুড়ির গল্প শুনবো,
চুপটি করে বসে।
জোনাক হয়ে চাঁদের আলো,
পড়বে গাঁয়ে খসে,
আনান্দের আজ বাঁধ ভাঙিবে,
ছুটির এই দিবসে।
নেইত মোদের পাখা তবু,
আছে দুটি হস্ত,
হম্তগুনে জীবন গড়তে ,
সর্বজনে ব্যাস্ত।
লেখাপড়ার ঝুরঝামিলার,
নেইত আজ টেনশন,
পাঠশালার ঐ বন্দি থেকে,
আজকে পেলো মুক্তি মোন।।