চলরে মুমিন ভায়েরা ঐ জুম্মার জামাতে,
ধনি গরিব কৃতদাসের
নেই ভেদ সেখানে।
আদায় করিবো এক কাতারে,
কাঁধে রাখিব কাঁধ,
নেই সেখানে মানুষের মাঝে বহুরুপির ভাঁজ।
রহমতের পর্দা উঠেছে, জুম্মার জামাতে,
গুনাহ্ মাপের অাপার সুযোগ এসেছে দোয়ারে।
স্রষ্টার তরে হাত তুলিব,
চাইব রাষ্ট্রের শান্তি,
কালো থাবা সাদা হোক,
ঝরে যাক অশান্তি।
কবর বাসির জন্য মোরা করবো ফরিয়াদ,
সন্তানের হাত হোকনা ঢাল
কবর বাসিরা পাক স্বাদ।
কল্যানের ঐ স্বর ভাসিছে,
মুয়াজ্জিনের কন্ঠে,
আয়রে সবাই ছুঁটে আয়,
মর্জিদেরই প্রান্তে।
এধরার বুকে জান্নাত হলো
সেটাই খোদার ঘর,
জান্নাতের খুশবু মাখতে,
সাময়িকী কর্ম কর পর। সেটাই কল্যানকর।।।।