এডমিন পোস্ট★
সত্য অন্বেষাই★★
-মোহাঃ নওশাদ আলম★
-------------------------------------
সত্য অন্বেষাই হাতড়িয়েছি বিভিন্ন দেশের মাটি,
সত্য অন্বেষাই ঘুটিবো এবার বাংলা ধরিত্রী ক্ষনি।
কোন সে ভু-পৃষ্ঠের গর্ভে লুকিয়ে রয়েছে, সত্য নামক পরশ পাথরের মাটি?
এ ধরিত্রী ফুল মানব সত্যের জল ফেলে,
মিথ্যার জলে ভরেছে ঘটি।
ধবংস, আহাজরী, লুত্ত্বারাজ, লেগে আছে সর্ব পুরী মহামারী।
সত্যে অন্বেষাই উন্মুক হয়ে আছি মুন্ত্রী মিনিস্টারের দ্বারে,
তারা তো মিথ্যা প্রতিশ্রুতির ঢপ ফাঁটিয়ে, চোড়ে রয়েছে জনগনের ঘাঁড়ে।
একবুক আসা নিয়ে সত্যে অন্বেষাই হাজির হয়েছি শেয়ার বাজারে,
সেখানে মিথ্যার চাপে প্রতিনিয়ত্ব মোরছে সত্য শ্বাসরুদ্ধ হয়ে।
সত্য অন্বেষাই গিয়েছি ছুঁটে, স্কুল, কলেজ,ভার্সিটির দালানে,
বিভিন্ন পোগ্রামের জল ছিটিয়ে
মিথ্যায় ভর করে, করছে ব্যাবসা ছাত্র ওগুরু দালালে।
মিথ্যার রাজনীতি সুস্থ্য সমাজ কে করছে গ্রাস,
শিক্ষিত সমাজে নৌঙ্গড় পুতে, করছে মিথ্যা বসবাস।
সজ্ঞ সমাজের যদি এই অধোপতন,
অজ্ঞ সমাজে বলো হবে কিসের আবাদ?
সত্যের সন্ধ্যানে গিয়েছি ছুঁটে, অফিস আদালত কল কারখানায়,
মিথ্যার হাট বসে কোট কাছারী থানায়।
সত্যের ঠাই নেই চাঁ পানের ঘটে,
আষাঢ়ের গল্পে মিথ্যার থুতু দিয়ে ভিজায় রুটি নিজ তটে।
কোথাও নেই এই ভরা ধামে সত্যে ঘটি,
মিথ্যায় ভাঁসছে দেশ, কোথায় আজ বাংলা সোনার ক্ষনি?
তাং ৩-৮-০১৬ইং ------------------