বিশ্ব মুসলিম ঘুমিয়ে অাছে নাকে
দিয়ে শর্স্যঘ্রাণ,
বিশ্ব মাঠের চতুর কোণে লান্চিত
আজ মসুলমান,,
কোথায় গেলো আমির হামযা
উমর ফারুকের লাঠির বল?
লাঠির ঘাঁতে সৃষ্টকম্পন করিত
সদাই নিধণ।
কোথায় গেলো আবু বক্কর,
উসমান, আলীর , স্বাচ্ছা দিল?
মুসলিম উম্মাহর আজও আছে
অক্ষুত্ব সেই দলিল!!
আজকে সবাই মুসলিম নামের
বক ধার্মিক,
ঘরের কোণে তজবী তালেম
জিহাদে নেই সরিক!!
টুপির মাঝেঁ অনেক পাক পাকায়েছে এরা,
কারো ছুচলা কারো চিকঁনা কিংবা আটশিরা।।
সবাই তাঁরা বাড়াতে চাই নিজের প্রভাব
প্রতি-প্রত্তির ত্রাস,
ছাঁয়া নিয়ে টানা টানি
ওদিকে হারাতে বসেছে মসুলমানের গাছ।
ইহুদি নাসারার ভাবিছে বন্ধু
জাত ভাই শয়তান,
হারাতে বসেছে জাতির মগজ
কাঁদেনা ওদেন প্রাণ।
চিলের পিছে দৌড়াই ঠিকই
শুনিলে নিজের কান,
মুখে সদাই খই ফোঁটায় আমরা
স্বাচ্ছা মসুলমান।
অ-কাজেতে ঝড় কোপাই কাজের
কাজে নেই প্রমাণ,
শান্তির জল ছুড়ে ফেলিছে
চাই-না তাঁরা আসান।
সকল মুসলিম কাধেঁ-কাধঁ মিলিয়ে
দিবে যেদিন ভাই হয়ে ভায়ের প্রমাণ।
ইসলামের শাসনে কাঁপবে আবার
বিশ্ব নামের দোজাহান।।