বছরের ভেলা চক্রমেরে এলো ফিরে রোমজান!
রহমত মাগফেরাত নাজাত দেহে রয়েছে তাহার প্রাণ!!
সৃষ্টির সৃষ্টর আপার পাওয়া দিয়েছেন গরিয়ান, নাজজাত গর্ভে হয়েছে নাযিল,প্রিয় অাল কোরান।।

হাজার থেকে শ্রেষ্ঠতম এই রজনীর গীতান।
মুক্তির আপার দোঁয়ার খুলতে,
করেছেন লাইলাতুল কদর প্রদান।।

তাহাঁর পুষ্প মাল্য যারা পরেছে আপন গলে!
অাকাঁশ বাতাস ধরিএ্রীর মাঝেঁ তার চেয়ে,
শ্রেষ্ঠতম নেইত  কেহ মেহমান।।
রোমজানির বিবেক প্রসাদ সর্বদাই স্রষ্টার অনু-নয়।
দিলেতে শুধু খোদার ভীতি অন্যকারো নয়।।

তোমার দিদার পেতে তাঁরা ছেঁড়েছে দিবা পানহা!
সময়ের স্রোত কৃনার না পেলে খাই না তাঁরা খানা!!
তৃষনা চোটে পাহাড় ফাটে করে না নিয়াত ভঙ্গ,
পাশেতে শীতল  জলপ্রপাত খেলিছে হাজার রঙ্গ।।
এক নিয়াতে দিল ভঁরেছে দেয়না তার সঙ্গ।।
শুধু তুমি করোনা হে মহানুভবতা
তোমার প্রতিগ্গা ভঙ্গ।।

তোমার আদেশ -নিষেধ বাণী মোদের কাছে পবিত্র শুধা,
বিন্দু শুধাঁর শুরাই সাঁফ করিও মোদের সকল গুনা।।
সিয়াম রসে মধুর সুধাই  ভিজাঁলো না যার অন্তর,
কপালে তাঁর কালির থুবড়া অন্তরেতে জঙ্গল।

স্বর্গদার দিয়েছে খুলে এই মাসের'ই মর্মে।
জাহান্নামের সকল চক্ষু দিয়েছে বন্ধ করে।।
স্বর্গ নরক ফসল তরী রয়েছে ধরিএ্রী ভরে,
ভাল মন্দের বিচার করে ,
দেখ অন্তর খুলে,,
নদির স্রোতঁ থেমে গেলে ভাসবে না আর নাউ,
রহমত, মাগফেরাত,নাজাত এসেছে তোমার দোয়ারে
এবার অন্তরে ঠাঁই দাও।।


মানুষ তুমি এর চেয়ে আর কি পরিচয়,
সময় থাকতে এখনো ভাবো,
নয়লে মুক্তি নয়।।