ইসলামের আপাদ মস্তক লিপ্সায় মোন রয়েছে যার,
আত্মসমর্পনের দোহাই নয় স্বচ্ছাদিল তার।
অন্তকলপে লালন করে সর্বদা অদৃশ্য তাকওয়া।
প্রাণের চেয়ে আকঁড়িয়ে ধরে তারা তাওহীদের নিশানা।।
আত্মসমর্পনের বড় বাণী লয় যারা মুখে,
গীবদ পরনিন্দা মুনাফিকী হচ্ছ নৃত্যদিনই তাদেঁর ঠোটে।।
পাচঁবার নত করে হয় কি শোধ!
চার স্তম্ভ বাদ দিয়ে, একের উপরে
কেমনে গড়িবে ওরা শান্তির চির পর্বত?
দু -মুঠো ভাঁতের জন্য কৃষকেরা সহ্য করে
অগ্নিঝরা চৌএ।
চির শান্তির উদ্যান গড়িতে সয়তে রাজি নয়
বিন্দু রৌদ্র।।
মুমিনের নামে তারা বক ধার্মিক ,
একচোখা বিচার করে বলে এটাই ঠিক।
নিজের স্বার্থ কায়েমে তারা বড় সু পুরুষ।
বা- হাতের ব্যাপার হচ্ছে দেদড় খোদা
ভিরুতাই নেই হুশ।।