ক্ষুঁদা তুমি কি?
ধনি-গরিব জাতি প্রথা মানো' না কোন বীর!
রাজা-রাণী খুনি মস্তান সবার থেকে আদাঁয় করে নাও তোমার শীর!!
তোমার উপস্থিতি বাকহিন শিশুটাকে করেছ কাঁতর সিক্ত!
ট্যা-ট্যা অনুকরণ ধরে তোমাকে বুঝানোর চেষ্টায়,
কন্ঠনালী দিয়ে বের হচ্ছে কান্নার রক্ত!!
কষ্টের লোনাজঁল মাখিতে তুমি বড় অভিগ্গ,
দরিদ্র নিস্পেশিত নিপিড়িত জনতার মাঝেঁ নৌঙ্গড় পুতে করেছ তোমার আভাস ভূমি।
রাজা-রাণী বাদশা তোমাকে খুন করে
কুর্মা পোলাওয়ার গুলি।।
দয়া-মায়া আকুুতি-মিনতি বোঝনা কেন তুুমি?
তুমিতো সয়রাচারী?.
তোমাকে প্রতিহত করবার আটা ময়দা চাউঁলের গুলা বারুদেরর পাএ নিমেষেই হয়েছে খালী।।
তিন বেলা নয় দুই বেলা তোমাকে খুন করার জন্য,
বিদ্ধা মায়ে মাথায় তুলে নিয়েছে ইটের কুন্ডলী।
নির্মম ভার সয়তে হিমশিম খেলে পোয়াতে হয় টাকার কুমিরের আঙ্গুল ঝাকানো বকুনী।।
ক্ষুঁদা তুমি কি?