সকল সুন্দর মানুষের জন্য, সুন্দর দেশ গড়তে পূর্ন্যচাই একটা চাওয়া!
চাইবোনা আমি ধনসম্পদের মরিঁচা ধরা পাচির ,
চাইবোনা আমি টাকার চেয়ে মুল্যবান হিরের কস্তির,,
চাইবো আমি স্বর্নালী স্বদেশ গড়িতে ইচ্ছাশক্তির সদ্য দিল।
ধন সম্পদের পাহাড় নির্মান কারিগর হয়েছে রাঘববোয়াল,
তাদের কালো সম্পদের ছায়া মাড়াতে গেলে বন্ধ হয়ে যায় দৃষ্টি দোয়ার,,
সৌন্দর্য্য বর্ধনের ইচছা শক্তিকে ক্রমশে মারছে ওরা গলাটিপে!
গাছের গোঁড়া কর্তন করে, মাথায় পানি ঠিকই ঢালে!!
সকলের কাছে আমি চাইব সেই অদম্য ইচ্ছা শক্তি,
যেখাঁনে সকল ভাতৃত্যের বন্ধন অটুট থাকিবে আসিবেনা কোন তর্ক যুক্তি,,
যে মানুষের হাত পাহাড় কর্তন করে বানাতে পারে সমতল ভূমি!
রোদ বৃষ্টির নির্মম আঘাত সহ্য করে, ভরিয়ে তোলে সোনার ফসলের তরী!!
আমি চাইবো সবার কাছে সেই অদম্য ইচ্ছা শক্তির ক্ষনি,
কুলি-মজুরর,উঁচু-নিচুঁ সবার অন্তকরণে থাকে যদি সৌন্দর্য বর্ধনে দৃষ্টি!
আপন দায়িত্বের প্রহরী হলে দেশ জুড়ে ঝোরবে পুষ্পের বৃষ্টি!!
এই সৌন্দর্যের ভূ-ত্বকে মিশে আছে সবার রক্তের দলা!
তাই এই মাটিতে এক মুঠি বীজ বুনিলে, মাঠের চতুর কোনে ফলে শুধু সোনা!!
যার বুকে রক্ত,নিঃশ্বাস, নাড়ীর পুটলি পুতা রয়েছে তাকেকী ইচছা শক্তিটুকু দিতে পারিনা?
সেতো মাটি নয়,সেতো খেলার ধুলো নয়,সেতো আমাদের জন্মভূমি মা।
পাঁচ আঙুল কর্ণদ্বয় থাঁবার নিচে বুকটা রেখে,
প্রতিগ্গার সিকলের আওতায় আমরা কী আসতে পারী না?
সংক্ষিপ্ত,,
স্বত্বঃসংরক্ষিত।