দেহে অন্নের প্রাসাদ হয়েছে শুন্য!
বুকে কষ্টের ঘটি হয়েছে পূর্ন্য!!
চোখেঁর সামনে বিছানো দেখি কোয়াশার চাঁদর!
বি-মহিত এপরশে পেতে চায় মাতৃমমতার নির্মল আদর!!

মমতার সাগরে বৃন্দুমাএ জল নেই,
কেমনে উঠিবে মমতার ঢেউ?  
চারিধাঁরে মমতার হাজার স্রোত উপঁচে পড়িছে,
আমার নদিতে জল ঢালার নেইত কেউ!!

নদির বুক ফেটে হয়েছে অংগার,
সবুজ বৃখ্রের অনকুরোদগম ঘটে  না,,
কষ্টের চাঁদর মড়ানো দেহের পায়না কোন শেষ কৃনারা?
অসহ্য যন্ত্যনার কখন হবে অবশান,
শুন্য প্রানে মমতার নিখাঁত পরশে ভরিয়ে দিবে প্রান,,

পথের দিকে আজও রয়েছি চেয়ে,
আসার পাঁখির কোন খোঁজ নেই !
উদ্ভাসিত হ্রদয়ে নিভিত আগুন অন্তর যায় পুড়ে!!

গুড়ো পিপঁড়ার মত  অংগ প্রত্যঈ হয়েছে বিষন্নতায় পূূন্য!
বুকের ভিতরটা দেখানো যেতো যদি করে দু খন্ড !!

হয়ত হ্রদয়টা কিছুটা হলেও হতো শান্ত,
সেদিনী হয়ত হবে জিবনের শেষ প্রান্ত,,