যুগের হাওয়া বইছে মাতাল এলোমেলো তালে,
নগ্নতা সাজ ফ্যাশান মডেল জাহেলিয়া কালে।
বসছে বাজার প্রতিযোগিতার নারীজাতি ঘাটে,
বুকের বোতাম রাখছে আলগা যুবা নারী শার্টে।
বুকের উড়না উটকো ঝামেলা করে তা খারিজ,
জিন্স পোষাকে হচ্ছে কাভার লাগে না কামিজ।
তারা তো সবাই প্রতিনিধি রয় মাতা পিতা ঘরে,
পিতার নজরে হয়তো পড়ে কী মেয়েটা কি পরে?
নগ্ন পোষাকে নারীরা যে সবে ফুটো ঝুড়ি তলা,
রূপের ঝলক বিলিয়ে যাচ্ছে রয় কালো দলা।
ভাব দেখে ভাবী ছোঁয়না জমিন পরী পায়ে চলে,
ঠোঁটের আইলে পুষ্প ফুটেছে মালা পরে গলে।
শ্রেষ্ঠ জাতের ঘরের মেয়েরা গেছে ভুলে লাজ,
হাদিস কিতাব ছোঁয়না ভুলেও পড়ে না নামাজ।
পর্দার কথা বলতে গেলেই চোখে আসে পানি,
হালাল বোরখা পরতে দেখছি ঐ কালো নানি।
নিজের দোষেই হারায় যে নারী তাঁর প্রিয় মান,
ঘুরিয়ে ফিরিয়ে সম অধিকার করে তারা গান।
চেংড়া পুলায় শিষ মেরে যায় একা পথে ঘাটে,
থাকলে বোরখা নারীর অঙ্গে যাক তারা হাটে।
নেইতো বারন অফিস কাছার করে যাবে সবে,
ফরজ তরফ হয় না যেন সফল হবে তবে।।।