নির্মল পৃথিবীতে অন্ধসবে
পাষান মানুষ,
স্বার্থের রক্তটানে ব্যস্ত ভবে
আজকেবেহুশ।
ভাই হয়ে তব ভায়ের রক্তে
করছে দেহ স্নান,
পিতার রক্তে হাত রাঙায়
সেকি মানুষ্যপ্রাণ?
মাতৃ নেত্রে ঝরছে অশ্রু
বোন হয়েছে দাসি,
এমন কাহিনী অহর অহর
দেখছে দেশ বাসী।
তবুও পাষাণ মানুষ ভরে
এই দামিনী রাজ্যে,
সু-মনা ফল পায়না খুঁজে
এই ধরিত্রী বক্ষে।
সু মনা ফল বৃক্ষ গজলে
দিলটা হত আসান,
কলঙ্কমুক্ত মানুষ দেখলে
থাকবেনা কেহ পাষাণ।