অদম্য সেই বাঙালি জনতা মানেনি কখনো পরাজয়,
রক্তের দামে স্বাধীনতা কিনে, শত্রু করেছে ধরাশয়।
জাতি-প্রথাভেদ, দিয়েছে কবর ঐক্যে গড়েছে পর্বত,
বিজয়ের স্বাদ পেতে জনগণ সহ্য করেছে হরকত।
বুলেটের ঝড় উঠেছিল ঠিক পঁচিশে মার্চ রাত্রিতে,
ক্ষণিকের মাঝে সজাগ জনতা হল যে কবর যাত্রীতে।
লাশের রাজ্যে হায়েনার দল উল্লাস করে গলাচিরে,
নিথর শরীর কুত্তায় টেনে, ঘেউঘেউ করে যায় ফিরে।
চারপাশে শুধু লাশের বহর পায়নি শিশু ও নিস্তার,
ব্রাশ ফায়ারের বুলেটের রেশ করেছে নগর বিস্তার।
বোন-ভগ্নির সম্ভ্রম লুটে হয়েছে হিংস্র জানোয়ার,
অদম্য জাতি রুখবে আবার অন্তর করে হাতিয়ার।
শত্রুর ভয়ে স্বাধীনতা ছেঁড়ে রয়নি এ জাত পরাধিন,
বুকের রক্তে জমিন ভিজিয়ে স্বাধীনতা করে অমলিন।
আসলে কখনো কালরাত ফের জাগবে বঙ্গ সৈনিক,
অদম্য জাতি জাগ্রত আছে শত্রু রুখতে দৈনিক।