সারারাত জেগে রই চোখে নেই কোনো ঘুম,
জানালার ফটকের, আলো দেয় এসে চুম।
আলোময় সারাকাশ দেখে মন তোলে ঢেউ,
জোনাকির দেখা নেই, শেয়ালের কত ফেউ।
ঝিঁঝি দল তোলে সুর লেবুগাছ তলে ঠিক,
আঁধারের দেখা নেই, মামা চাঁদ আলো দিক।
তারাদের আলো ছুঁই হৃদয়ের মেলে হাত,
গুটিপায় হেঁটে যায় ছাদে নাই তো প্রভাত।
জোছনার সামিয়ায় বাড়ে রূপ বাগানের,
চোখে ঘুম ফিরে যায় অপলোক দেখি ঢের।
এলো সুর ভেসে ওই ফজরের আযানের,
বিদায়ের হলো ক্ষণ এলো ডাক নামাজের।
সংস্কৃত ছন্দেঃ তোটক,,