ইউটিউব ও ফেইসবুকে, ডুবে আছি নিত্যদিন,
অফুরন্ত সময়ের বাঁকে, বাজাচ্ছি নেশার বীণ।
মাদকাসক্ত শরাব গাঁজা,তার থেকে মারাত্মক,
নেট সাগরে দেহ ভাসালে,-- ভবিষ্যৎ ভয়ানক।
নিত্যনতুন নাটক-গানে আসক্ত হই সারাবেলা,
সারাদিনটা ফোনে কাটাই, সময়টা করে হেলা।
মন বসে না জগত মাঝে ফিরে আসি এই কুলে,
রসাতলে লটর-পটর করবে জীবন নিজ ভুলে।
সাঁতার কেটে নেট সমুদ্রে, মস্তিষ্কের করছি ক্ষয়,
চক্ষুরত্নে জ্বালিয়ে আগুন জ্যোতি করি অপচয়।
সবুজ-প্রকৃতি দেখা নেই, স্মার্ট ফোনের জগতে,
চলন-বলন আড্ড-লাটে, হারাচ্ছি ধন অজ্ঞতে।
খেলারমাঠ আর বিনোদন, ইউটিউব-ফেসবুকে,
বাহারি রঙের নগ্নতায়, জমছে পাপ এই বুকে।
নেশাখোরের কাছে যেমন, শরাব বোতল প্রাণ,
অনলাইনের বিশ্বজগতে, ফোনটা সবার জান।
মাদক থেকে ও ভয়াবহ, অদৃশ্য নেশা আসক্তি,
হরহামেশায় সবাই গ্রাস দিচ্ছি অনেক সু যুক্তি।
নারী-পুরুষ শিশু-কিশোর নেটের ছোবলে গ্রাস,
এই নেশার শেষ কিনারে, ঘটবে বড় সর্বনাশ।।।