মুসলিম জনপদে মুসলিম অসহায় চেয়ে দেখো চারিদিক,
তাফসীর মাহফিলে পুলিশের বাঁধা আসে দেবে তুমি কারে ধিক?
মসজিদ মাদরাসা জঙ্গির কারখানা বলে কত জানোয়ার,
উমরের মতো জন চাই শুধু একজন হাতে রবে তলোয়ার।
ক্ষমতার মগডালে ভিনদেশি হুনুমান কলকাঠি নাড়ে রোজ,
গর্ভের সন্তান বেকার হয়ে দেয় প্রাণ নেয় নাতো মায়ে খোঁজ।
সন্ত্রাসি রাহাজানি করে কারা সবি জানি মুখে বলা মহাপাপ,
দুর্নীতির ছোঁবলে দেশ যাচ্ছে নরকে যোদ্ধাদের অভিশাপ।
কিতাবের হক কথা অন্তরে লাগে ব্যথা মানুষ নাকি হায়েনা,
খুন-গুম ধর্ষণ পাপ করে বর্ষণ দেশের ভালো চায়না।
তাফসীর অনুষ্ঠান ভেঙে করে খানখান হিংস্রপশু জাত,
মুসলিম রাষ্ট্রে মুসলিম ধরাশয় আসবে কবে সু-প্রভাত।
নাচগান যাত্রায় পুলিশ নিরাপত্তায় রয় সদা পাহারায়,
বিবেকের কাছে হেরে অরাজকতায় ফেরে হিংস্র সাহারায়।
নিরাশার বালুচর জীবনের খেলাঘর মুসলিম মরে পথে,
সুদ ঘুষ দুর্নীতি চলে দেশে কু-পিরীতি ধ্বংসের মহারথে।
রাজনীতি নর্দমা দুরাচার করে জমা দেশের ক্ষতি অধীক,
মুসলিম দেশটাকে ফেলেছে এতিম খাতে কুলাঙ্গার বণিক।