মূর্খের শাসনে শাসিত যে জাতি,
সেদেশে লাগেনা, বোমা আত্মঘাতী।
শাসকের রোশানলে মানুষ অসহায়,
পাতিনেতা হাঁক মেরে জয়ধ্বনি গায়।
সুশীল সমাজকর্মী অপদস্ত রোজ,
ভক্তির দৃষ্টিতে রাখেনা কেউ খোঁজ।
এমন চিত্র আঁকা দেখি প্রতি পদে,
অপযুক্ত ব্যক্তি হাসে পদ নদে।
অকথ্য বাক বুলি কর্কটে ফোটে,
নম্র ও শিষ্টাচার পাবেনা তার ঠোঁটে।
তবুও তারায় নেতা করে দেশ শাসন,
জাতির ঘাড়ে বসে করে রক্ত শোষণ।
ভাগ বাটোয়ারা হয় ক্ষমতার পদ,
উন্মাদ ঘেউ ঘেউ হবে কবে রদ?
আমজনতা যেনো কিশোরের বল,
আষ্টেপৃষ্ঠে লাথিয়ে ভাঙে কোলাহল।
কদরহীনে দমে যায় জ্ঞানীদের সারি,
বিড়ি ফোঁকা রাখালে করে খবরদারি।
সমাজের এ চিত্র দেখো হৃদ চোখে,
আত্মতাপে জ্বলো যা বলুক লোকে।
((২০/১১/২০২২ কোলকাতা থেকে))