সীমাহীন পথ দিতে হবে পাড়ি চলো হে মসুলমান,
জোয়ার এসেছে দেশ-সমুদ্রে উড়াও প্রভুর নিশান।
দল-বল ভুলে মুক্তির পথে ঐক্যে মিলাও স্বর,
আখেরি নবীর উম্মৎ হয়ে, নিজেকে করো না পর।
কুরবান করো ভয়ের প্রাণিকে বিবেকটা করে খাঁটি,
সীমাহীন পথ দিতে হবে পাড়ি ছাড়ব না এই মাটি।
তাকবির তোল আল্লাহ নামে কে আছিস যুবা বীর,
বাতিলের ঝড় আসলে ধেঁয়ে ছাড়ব না রাজ তীর।
ঘোলাটে আবির গুমট বেধেছে ঈশানকোণের বুকে,
অধিকার পেতে লড়বি যুবক মরবি না আর ধুঁকে।
উচ্ছেদ কর পাপির প্রাসাদ হাতিয়ার করে হাত,
মৃদুমৃদু তেজ সঞ্চিত করে আনব ছিনিয়ে প্রভাত।
ঐক্যের হাত বেসামাল ভারি প্রতিহত করা দায়,
একাত্তরের ঐক্যের দিন ভোলা কী কখনো যায়?
মুক্তির পথে কাঁটার প্রাচীর বেঁধে দেয় ভবে কারা?
বেঈমানি ওই মুনাফিক দল বুকে টেনে নেয় যারা।
মুক্তির পথে বাঁধার প্রাচীর আসবে-ই চিরকাল,
থামবে না এই জিহাদী মিছিল করব ঈমান ঢাল।
মানব খোলসে জানোয়ার আছে দেখেছি চক্ষু মেলে,
এতিমের হক দাঁতখিচে খায় জ্বলে উঠে তারা তেলে।
তাঁদের দিকেই এই আমাদের সতর্ক চোখ রাখা,
ধ্বংসের খেলা খেলে যাব ভবে সইব না চোখ বাঁকা।
নিশুতি প্রভাতে পথহারা হয়ে ছাড়িনি কখনো হাল,
মুক্তির পথে উঠবে ঠিক-ই সোনালি রাঙা সকাল।