মহামারির নদী পেরিয়ে; নতুন করে বাঁচবো,
মনের উড়াল স্বপ্নগুলো রং তুলিকে আঁকবো।
সবুজ মাঠের সমীরনে, বুক ভরে নিবো শ্বাস,
দূর্বাঘাসের মসনদে বসে লিখব যে ইতিহাস।
আদর্শতার আকাশচুম্বী বিরাজ করবে যে কর্মে,
ক্রোধ-অনলের খাতাগুলো,সপে দিব ঐ ধর্মে।
ধনি-গরিবের বৈষম্যের, রবে না কোন ভিত্তি,
নতুন পৃথিবী হবে সৃষ্টি; উধাও করে কু-কৃত্তি।
মুক্ত ডানার পালক মেলে উড়বো গগন চিরে,
সন্ধ্যা নামার পূর্বক্ষণে আসিবো আবার ফিরে।
টো-টো করে ঘুরার কীর্তন মায়ের গলায় বাজে,
সকাল-সন্ধ্যা উড়ে বেড়ায় মন নেই কোন কাজে।
এবার যদি ফিরতে পারি স্বদেশ মায়ের কোলে,
মন পাত্রের জমাট কথা, দেবো মা'কে সব বলে।
উজান গাঙ্গের খরস্রোতে, মন ভেঙে পড়ে ঘেঁষে,
মমতা মাখা আঁচলখানি, এসেছি যে রেখে দেশে।
এবার যদি ফিরতে পারি; সবুজ সোনালি গাঁয়ে,
স্নিগ্ধ সাগরে গোসল করে উঠবো ধার্মিক না'য়ে।
আকাশকুসুম স্বপ্নগুলো ডোবাবো নদীর জলে,
খাঁটি মানুষ হবো তখন ঈমানি শক্তির ব'লে।
মাটির গড়া মানুষ হয়ে, মিশবো মাটির সাথে,
এক পলকে হারিয়ে যাব; ফাগুন আঁধার রাতে।
জোনাক পোকার লুকোচুরি দেখব লেবুর ডালে,
মৃদু হাসির টোল পড়িবে, আমার প্রিয়ার গালে।
এবার যদি ফিরতে পারি হারানো শৈশবকালে,
রূপকথার হারানো স্মৃতি, বাঁধবো মনের ডালে।
পুষ্পকানন গন্ধ বিলাবে জীবনের বারো মাসে,
এবার যদি ফিরতে পারি; থাকব সবার পাশে।
অক্ষরবৃত্ত ১০+৮