রক্তে কেনা বাংলাদেশটা হচ্ছে মগের মুল্লুক,
দুর্নীতি আর ধর্ষণ লীলায় ডুবছে একদল ভল্লুক।
আমার সোনার দেশটা কেন ধর্ষকের কাছ বন্দী?
দুর্নীতিবাজ হায়েনা-শূকর করছে গভীর ফন্দী।
মদদ যোগায় কোন্ জানোয়ার জানে বঙ্গবাসী,
মগের মুল্লুক করছে দেশটা রেখে মুখে হাসি।
আমজনতা নয় নিরাপদ ওদের ছায়াতলে,
সত্য কথা বলতে গেলে বুক ভেসে যায় জলে।
সোনার দেশটা মগের মুল্লুক করলো যে শয়তান,
শেয়াল-শূকর করছে পূজো ভেবে যে ভগবান।
ইচ্ছামতো খুন-গুম করে ভাসায় লাশের ভেলা,
মগের মুল্লুক দেশটা নিয়ে করছে বিবিধ খেলা।
সব ক্ষমতার আসন জুড়ে নারির লম্বা কাতার,
তবু নারির বক্ষচিরে পশুদল দেয় সাঁতার।
রাস্তাঘাটে ধর্ষিত হয় স্বাধীন দেশের নারি---
এই অভিযোগ করলে কাকে বিচার পেতে পারি?
বিচারকগণ অন্ধ-বধির, দলের পানে টানে,
কালো টাকার বান্ডিল পেলে নেতার কথায় মানে।
ভিন্নরকম কুত্তা দেখছি ওদের দলের আঁড়ে,
সোনার বাংলা করতে ক্ষত দায় নিয়েছে ঘাড়ে।
লাল-সবুজের স্বচ্ছ আকাশ করছে দখল মেঘে,
জাগবে যে বীর সূর্য সন্তান কালবৈশাখীর বেগে।
ময়ূর পাখা লাগিয়ে কাক করতে গেলে নৃত্য,
আসল রূপ তার হইবে প্রকাশ রইবে না উদবৃত্ত।
সোনার বাংলা ফিরিয়ে দে মগের মুল্লুক থেকে,
গাদ্দারির কী শাস্তি হয় ফেরাউনকে আয় দেখে।
রুখবে যখন আমজনতা রাখবে না আর আস্ত,
চিমটে চিমটে ছিঁড়ে নেবে তোর গাঁয়ের সব গোস্ত।