বিশাল প্রলয় হয়নি সৃষ্টি হয়েছে বিন্দুখানি,
তাতেই মানুষ হচ্ছে বেহুশ, হল বুঝি প্রাণহানী।
বাঘের মতন গর্জন দিতো যেই সমস্ত দেশ,
তাঁদের থাবায় কাঁপতো রাষ্ট্র কোথায় গেল সে রেশ?
হয়েছে এখন বিড়ালের ছানা ক্ষমতার মাথানিচু,
লাশের মিছিল ছাড়েনা এখনো সেই রাষ্ট্রের পিছু।
গুলাবারুদ ও যুদ্ধজাহাজ মজুদ অনেক সেনা,
পারমানবিক অস্ত্র চালিয়ে উসুল করো সে দেনা।
মোকাবেলা কর ভাইরাসটাকে দেহে আছে যত বল,
এক নিমিষেই শক্তপাথর হলো যে ঘোলাজল।
ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক করো না দখল সব,
সবার উপরে আছে যিনি বসে আমাদের মহারব।
ক্ষমতার মোহে অন্ধ ছিলো যে বোঝছে এখন টের,
অত্যাচারীর কালো পৃষ্ঠায় কলুষ জমেছে ঢের।
শুভ্র মেঘের আবরন জুড়ে জমাট পাপের হানা,
কালবৈশাখী তান্ডব হয়ে করবে দেশকে ফানা।
মৃদুঝড় হতে রক্ষাকবজ তুলে নাও নিজ গলে,
মনের পাপকে ঝেড়ে ফেলে দিতে এসো ফিরে দলেদলে।
মাত্রাবৃত্তে