ডানা মেলে যাচ্ছে যে মেঘ
আনতে জলের হাড়ি,
নীলাকাশে তাইতো মেঘে
পরাই কালো শাড়ী।
নীলাভ রুপে কালো শাড়ী
লাগেনা তো ভালো,
গোধূলি সে রাগ করেছে
তাইতো আকাশ কালো।
গগণ জুড়ে বিছিয়েছে
কালো শাড়ীর আঁচল,
ক্রমশে মেঘ গাঢ় হচ্ছে
বলি আমি সচল।
গুড়ুম-গুড়ুম বিদ্যুৎ ফোটে
মেঘের আচঁল হতে,
বৃষ্টির হাড়ি আনতে গিয়ে
মেঘ চলে দূর পথে।
বিজলী বাতির আলো হয়ে
বিদ্যুৎ ছটাক ঝরে,
এবার বুঝি জলের সন্ধান
পেল আকাশ ঘরে।
ক্রমাগত গগণ ধরায়
আঁধার হচ্ছে বৃদ্ধি,
আলোর রশ্মি ভূতের পিতা
খাচ্ছে কালো সিদ্ধি।
আঁধার ভরা এ ধরাতে
আসছে বৃষ্টি ঐ,
জলের হাড়ি ফুটো হচ্ছে
মেঘ মশাই কৈ!
অঝর ধারায় ঝরছে বৃষ্টি
যেন আকাশ কাঁদে,
বৃষ্টির ঘোড়া চলছে ছুটে
লাগাম চাবুক বাদে।
মেঘের আচঁল ছিঁড়ে গেল
জল ঘোড়ার পায়ে,
বৃষ্টির হাড়ি ফাটলো যেন
সবুজ-শ্যামল গাঁয়ে।